৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বালুরঘাট স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বালুরঘাট স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।
এদিন বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা পুলিশ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজ করে। বিভিন্ন দপ্তরের এবং সংস্থার পক্ষ থেকে সচেতনতা মুলক ট্যাবলো প্রদর্শিত হয়। রয়েছে ছাত্র ছাত্রীদের নাচ গানের সাংস্কৃতিক অনুষ্ঠান।

