আনন্দ বিহার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, তদন্তে পুলিশ।
দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:-
আজ দুর্গাপুর স্টিল টাউনশিপের আনন্দ বিহার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুইটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ক্রেটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা টাটা CR4 গাড়ির সঙ্গে ধাক্কা মারে। সংঘর্ষে ক্রেটা গাড়ির মালিক কোনো কিছুই হয়নি অপর দিকে এবং টাটা CR4 গাড়ির আরোহী গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। আহত ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

