“খেলার মাঠও অশান্ত” — রেফারিকে লাথি মারায় তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ, সরব শুভেন্দু।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একদিকে রাজ্য জুড়ে যখন খেলা হবে দিবস পালন করছে রাজ্য সরকার, ঠিক সেই সময় খেলার মাঠে তৃণমূল কর্মীর দাদাগিরি রীতিমতো ভাইরাল সমাজ মাধ্যমে। ফুটবল টুর্নামেন্টে গোল নিয়ে বিতর্কের মাঝেই মাঠে ঢুকে আদিবাসী রেফারিকে সজোরে লাথি মেদিনীপুর শহরের সক্রিয় তৃণমূল কর্মী নামে পরিচিত রাজা খানের। মারধরের ছবি রীতিমতো ভাইরাল সমাজ মাধ্যমে। শুধু রেফারিই নয় তৃণমূল নেতার হাতে আক্রান্ত খেলা দেখতে আসা দর্শকরাও। মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় চলছিল ঐতিহ্যবাহী এক ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টেই একটি খেলার মাঝে গোল নিয়ে বাঁধে গোলমাল। টুর্নামেন্টের রেফারি ছিল লক্ষণ মান্ডি নামে আদিবাসী সমাজ থেকে আসা এক রেফারি। রেফারি সিদ্ধান্ত মন মত না হওয়ায় খেলার মাঠে ঢুকে প্রকাশ্যে রেফারিকে মারধর করে আয়োজকদের মধ্যে অন্যতম দাপুটে তৃণমূল কর্মী নামে পরিচিত রাজা খান। রেফারিকে সজোরে লাথি মারার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। এমনকি গন্ডগোল থামাতে আসা দর্শকদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর শনিবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা রেফারী অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে এই গোটা ঘটনায় শাসকদলকে নিশানা করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসকদলের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণেই কি খেলার মাঠেও দাদাগিরি করতে ছাড়লো না রাজা খান? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
অন্যদিকে সকাল থেকেই গোটা অভিযোগের বিষয় নিয়ে জানার জন্য আমরা গিয়েছিলাম রাজা খানের বাড়িতে। কিন্তু কোন সাড়া মেলেনি। এমনকি ফোনেও বারবার যোগাযোগের চেষ্টা করি আমরা, মেলেনি কোন উত্তর। তবে ঘটনার পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রাজা খানকে। এদিনই তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে আদালত দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

