শ্যামচাঁদপুরে বিজেপি বিরোধী পথে নামল তৃণমূল কর্মী-সমর্থকরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন রাজ্যে বাংলার পরিচারী শ্রমিকদের উপর বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি সরকার ও তাদের আত্মীয় গুন্ডাদের দ্বারা বাংলা ভাষার আমার মানুষদের অত্যাচারের বিরুদ্ধে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শ্যামচাঁদপুরে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল নেতাকর্মীরা,এই দিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করে তৃণমূল কর্মী সমর্থকরা,এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিতা মাহাতো, বলরাম নিয়োগী সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা,এই দিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করার পর অবশেষে পথসভার মাধ্যমে মধ্যে দিয়ে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি।

