নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা প্রাইভেট গাড়ির,আহত দম্পতি, চাঞ্চল্য গড়বেতার ভাটমারাতে ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল প্রাইভেট গাড়ি,ঘটনায় আহত হয় গাড়িতে থাকা এক দম্পতি,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ভাট মারার জঙ্গলে, বিশেষ সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে খড়গপুর থেকে এক দম্পতি প্রাইভেট গাড়িতে করে বীরভূমের সিউড়িতে মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে গড়বেতার ভাট মারার জঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটি, ঘটনায় আহত হয় ওই দম্পতি, ইতিমধ্যেই ওই আহত দম্পতিকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে, তবে ওই আহত দম্পতির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

