গঙ্গারামপুরে ফসল জলমগ্ন, পুনর্ভবা নদীর বাঁধ ভাঙায় চরম দুর্ভোগ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর
পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি ঝারতলা এলাকায় প্রায় ২০ মিটার পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়। যার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলীঘাট,সুতইল,বাসোর,সুড়সুড়ি, গোনাহর সহ বিস্তৃণ এলাকা। সেইসঙ্গে জলের তলে তলিয়ে যায় মাঠের ফসল।
এদিন ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।।

