৫ আগস্ট থেকে ১৬ আগস্ট—১২ দিনব্যাপী ভক্তিময় উৎসব।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মতো এবছরও বালুরঘাটের শ্রী পুন্ডরীক গৌড়ীয় মঠে শ্রী শ্রী রাধাগোবিন্দের ঝুলনযাত্রার পাশাপাশি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসবের আয়োজন করা হয়েছে। গত ৫ই আগস্ট মঙ্গলবার থেকে ঝুলনযাত্রা শুরু হয়, আগামী ১৬ই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পর্যন্ত মোট বারোদিনব্যাপী এই মহোৎসব চলবে। আগামী ১৭ই আগস্ট রবিবার জন্মাষ্টমীর পারণ ও দুপুরে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে।

