স্বাধীনতা দিবসকে ঘিরে বালুরঘাটে কড়া নিরাপত্তা, নাকা চেকিংয়ে তৎপর পুলিশ ও বিএসএফ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৫ আগস্টকে সামনে রেখে বালুরঘাটে কড়া নজরদারি।
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সীমান্তবর্তী শহর বালুরঘাটে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিএসএফের পাশাপাশি সদর ট্র্যাফিক বিভাগও শহরের প্রবেশপথ, মধ্যস্থল ও জাতীয় সড়কে নাকা চেকিং চালাচ্ছে। ছোট গাড়ি, বাইক, বাস ও ট্রাক—সব যানবাহনেই চলছে কড়া তল্লাশি। এই বিশেষ ড্রাইভের নেতৃত্বে থাকা ট্র্যাফিক আইসি অরুণ কুমার তামাং জানান, স্বাধীনতা দিবস পর্যন্ত প্রতিদিনই অভিযান চলবে, যাতে শহরে শান্তি বজায় থাকে।

