জামিনের খবর মিললেও মুক্তি নিয়ে ধোঁয়াশা, পরিবারের দুশ্চিন্তা চরমে।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে গত চার মাস ধরে মহারাষ্ট্রের জেলে বন্দি পতিরাম লক্ষীপুরের অসিত সরকারের মুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তৃণমূল যুব সংগঠনের জেলা সভাপতি অম্বরীশ সরকার জানিয়েছিলেন, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের মাধ্যমে খবর এসেছে যে অসিতবাবুর জামিন হয়েছে। কিন্তু পাঁচ দিন কেটে গেলেও পরিবারের হাতে তার কোনো খবর পৌঁছায়নি। বড় ছেলে অসীম সরকারের দাবি, তার বাবার সাথে যোগাযোগ করা সম্ভব নয় নি এখনও। আজ জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে শ্রম দফতরের যুগ্ম কমিশনার বলদেব মন্ডল সহ তিনজনের দল অসিতবাবুর বাড়িতে গিয়ে আশ্বাস দিয়েছেন— প্রশাসন মহারাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

