বাংলা বিদ্বেষের প্রতিবাদে শালবনিতে বিক্ষোভ কর্মসূচি যুব তৃণমূলের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলাভাষীদের ওপর BJP র সন্ত্রাস ও অত্যাচার এবং বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ করল যুব তৃণমূলের কর্মী সমর্থকেরা, রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বাজারে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এই দিন এই প্রতিবাদ কর্মসূচিতে কয়েক শ যুব তৃণমূল ও তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন, এছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাজ্যে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রসাদ মাহাতো, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুব্রত সানি সহ সমস্ত যুব তৃণমূল ও ব্লক তৃণমূলের নেতাকর্মীরা।

