দ্রুতগতির প্রাইভেট গাড়ি ইটে ধাক্কা, কেশপুরে দুই প্রাণহানি।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের, আহত হল তিনজন, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার একটি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় মহিষদা এলাকায় রাস্তার পাশে থাকা নির্মাণ কাজের জন্য গচ্ছিত রাখা ইটে ধাক্কা মারে ওই প্রাইভেট গাড়িটি, ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের, আহত হয় তিন জন, জানা গিয়েছে মৃত ব্যক্তিদের নাম ক্ষুদিরাম মান, যার বয়স আনুমানিক ৫৮ বছর, বাড়ি কানুনিয়া গ্রামে, অপর মৃত ব্যক্তির নাম শুভদীপ ঘোষ, যার বয়স আনুমানিক ২৫ বছর, বাড়ি কলাগ্রামে, অন্যদিকে আহত ব্যক্তিদের নাম সুশান্ত সেনাপতি, যার বয়স আনুমানিক ৪৫ বছর, বাড়ি যমুনাবের এলাকায়, সুজিত সামন্ত যার বয়স আনুমানিক ৫৫ বছর, বাড়ি কানুনিয়া গ্রামে, সন্দীপ দলবেড়া, যার বয়স আনুমানিক ২৫ বছর, বাড়ি কানপুর এলাকায়, ইতিমধ্যেই কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিদের উদ্ধার করে।

