মুচিয়া বিএসএফ ক্যাম্পে রাখী উৎসবে যোগ বিজেপি নেতাকর্মীদের।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-শনিবার বিজেপির পক্ষ থেকে বিএসএফ জওয়ান ও আধিকারিকদের সঙ্গে রাখী বন্ধন উৎসব পালনের ছবি নজরে এল পুরাতন মালদার মুচিয়া বিএসএফ ক্যাম্পে। সেখানে বিজেপি নেতাকর্মীরা বিএসএফ-এর ১২নং ব্যাটেলিয়নের জওয়ানদের সঙ্গে রাখী বন্ধন উৎসব পালনে মেতে ওঠেন। বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুমু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি, রুম্পা রাজবংশী, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস সহ অন্যান্যরা মিলে বিএসএফ জওয়ান ও আধিকারিকদের হাতে রাখী বাঁধেন। তাদের মুখ মিষ্টি করে রাখী বন্ধন উৎসবের শুভেচ্ছা, অভিনন্দন জানান।

