বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি: বালুরঘাটে সিভিল ডিফেন্সকে আধুনিক সরঞ্জাম হস্তান্তর।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার সিভিল ডিফেন্স এর হাতে তিনশোটি নতুন লাইভ জ্যাকেট ও একটি নতুন স্পিডবোর্ড তুলে দেওয়া হলো। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বালুরঘাট শহরের সদরঘাট এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সিভিল ডিফেন্স কর্মীদের হাতে নতুন একটি স্পিড বোর্ড ও লাইভ জ্যাকেট তুলে দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, অতিরিক্ত জেলা শাসক রবি প্রকাশ মিনা সহ সিভিল ডিফেন্সের অন্যান্য আধিকারিকরা।

