বৃদ্ধদের নিরাপত্তায় পুলিশের নজিরবিহীন পদক্ষেপ, কাঁচরাপাড়ায় সাইবার জালিয়াতি প্রতিরোধে শিবির।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, আর এর প্রধান শিকার হচ্ছেন প্রবীণ নাগরিকরা। এই উদ্বেগজনক পরিস্থিতিতে প্রবীণদের সুরক্ষার কথা মাথায় রেখে আজ বীজপুর থানার পক্ষ থেকে কাঁচরাপাড়ার সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাইবার প্রতারণার বিভিন্ন ফাঁদ সম্পর্কে প্রবীণদের অবহিত করা এবং তাঁদের নিজেদের সুরক্ষিত রাখার কৌশল শেখানো।
এদিনের শিবিরে বীজপুর থানার আধিকারিকরা প্রবীণ নাগরিকদের সাইবার প্রতারণার বিভিন্ন ধরন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। কীভাবে ফোন কল, এসএমএস, বা ইমেলের মাধ্যমে প্রতারকরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়, সেই বিষয়ে তাঁদের সতর্ক করা হয়। বিশেষ করে অনলাইন আর্থিক লেনদেন, লটারি জেতার প্রলোভন, বা ভুয়ো সরকারি প্রকল্পের টোপ দিয়ে প্রতারণার কৌশলগুলো হাতে-কলমে বোঝানো হয়।
এছাড়াও, সাইবার ব্ল্যাকমেলিংয়ের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কেও প্রবীণদের অবগত করা হয়। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা, অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, এবং সন্দেহজনক ফোন কল বা মেসেজ পেলে দ্রুত পুলিশকে জানানোর গুরুত্ব তুলে ধরা হয়। সাইবার থানা এবং এর হেল্পলাইন নম্বর সম্পর্কেও তাঁদের জানানো হয়, যাতে প্রয়োজনে তাঁরা দ্রুত সাহায্য পেতে পারেন।
বীজপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাঁচরাপাড়ার প্রবীণ নাগরিকরা। তাঁদের মতে, এই ধরনের সচেতনতা শিবির প্রবীণদের সাইবার অপরাধের হাত থেকে রক্ষা করতে অত্যন্ত সহায়ক হবে। ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *