সাহিত্যচর্চায় বর্ষা, গঙ্গারামপুরে উৎস সাহিত্য পত্রিকার মনোজ্ঞ আয়োজন।
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : মনোঞ্জ অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎস সাহিত্য পত্রিকার তরফে বর্ষা কালীন সাহিত্য বাসর অনুষ্ঠিত হল। রবিবার বিকেলে সাহিত্য আড্ডার আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের হাইস্কুল পাড়ার বাসিন্দা তথা পত্রিকার প্রচার সম্পাদক রঞ্জিত মাঝির বাসভবনে।
অনুষ্ঠানের শুরুতে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পঘার্ঘ্য নিবেদন করা হয়। এরপর শুরু হয় সাহিত্য আসর। উৎস সাহিত্য পত্রিকার লেখক,কবি সাহিত্যিকদের কবি,আবৃত্তি পাঠ ও সঙ্গীত ও নিত্য পরিবেশনে জমজমাট হয়ে ওঠে । বর্তমান পরিস্থিতিতে দাড়িয়ে লেখালেখির বিষয় নিয়ে চলে দীর্ঘ আলোচনা পর্ব। এদিন বর্ষা কালীন উৎস সাহিত্য পত্রিকার সাহিত্য আড্ডায় উপস্থিত হয়ে আলোচনা করেন বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, পত্রিকার সম্পাদক ডা:গুরুদাস বিশ্বাস,সাহিত্যিক জয়ন্ত আচার্য,পত্রিকা সহ সম্পাদক পঙ্কজ সরকার,নয়ন চন্দ্র মহন্ত,
উপদেষ্টা কমিটির অন্যতম কর্মকর্তা অনিল সরকার,অজয় কুমার সেন,কবি রাখাল মন্ডল প্রমুখ।
উৎসব সাহিত্য পত্রিকার সম্পাদক ডা: গুরুদাস বিশ্বাস বলেন,সাহিত্য সম্পর্কে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জানা দরকার। তাই আজকে হাইস্কুল পাড়ায় বর্ষাকালীন সাহিত্য আড্ডায় আয়োজন করা হয়েছিল।

