নারায়ণপুরে সরকারি শিবিরে জনসংযোগে জোর, সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর ঘোষণামত গোটা রাজ্যের পাশাপাশি ২ আগষ্ট শনিবার বুনিয়াদপুর পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের অধীনস্থ নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে শুভ সূচনা হলো পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির। এদিন এই কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।

প্রশাসনিক সূত্রের খবর, এলাকার ছোটখাটো কিন্তু জরুরি সমস্যা, যেমন নিকাশি, জল প্রকল্প, রাস্তার আলো, আবর্জনা, সৌন্দর্যায়ন, মতো যে কাজ এত দিন হচ্ছিল না, সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সে সব কাজ চিহ্নিত হবে শিবিরে।

সেই সিদ্ধান্তমতোই পাড়ায় সমাধান কর্মসূচিতে গিয়ে মানুষের অভাব-অভিযোগের কথা শুনলেন মন্ত্রী বিপ্লব মিত্র।

প্রথম দিনেই বুনিয়াদপুরে এই কর্মসূচিকে ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে বিপ্লব মিত্র আশ্বাস দিয়েছেন, সমস্যা সমাধানে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ করা হবে।

মন্ত্রীর পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা শাসক, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক, উপ পৌর প্রশাসক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *