মৎস্য চাষে উৎসাহ বাড়াতে চন্দ্রকোনারোডে মাছের চারা বিতরণ করল মৎস্য দপ্তর।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মৎস্য চাষে মৎস্য চাষীদের আরো আগ্রহ গড়ে তুলতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের কৃষি বিভাগের অফিস প্রাঙ্গন থেকে ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে ব্লকের মৎস্য চাষীদের মাছের চারা বিতরণ করা হয়, এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সহ-সভাপতি সিরাজুল পাঠান, মৎস্য কর্মাধ্যক্ষ অশোক টুডু সহ অন্যান্য ব্লক প্রশাসনের কর্মকর্তারা।

