তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে সরব বালুরঘাট বিজেপি, হুঁশিয়ারি বৃহত্তর আন্দোলনের।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বালুরঘাট বিজেপি শহর মন্ডলের পক্ষ থেকে মঙ্গলবার বালুরঘাট সদর মহকুমা শাসকের অফিসে একটি প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বালুরঘাট টাউন বিজেপির সম্পাদক বাপি সরকার বিজেপি নেতা শুভেন্দু সরকার সহ অন্যান্য শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্ব। বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি করা হয় অবিলম্বে তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে। অন্যথায় বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক এর দ্বারস্থ হবে এবং বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

