আলিপুরদুয়ারের জটেশ্বর শিব মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড়, মহাদেবের মাথায় ঢালছে পবিত্র জল।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জেলার ঐতিহ্যবাহী মন্দির হল জটেশ্বর শিব মন্দির। সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ে। তবে শ্রাবণ মাস উপলক্ষে ভক্তদের ভিড় কিছুটা হলেও বেড়ে যায় এই মন্দিরে। এদিকে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল থেকেই মন্দিরে চলছে জল ঢালা। সকাল থেকেই ভক্তবৃন্দদের ভিড় জটেশ্বর শিব মন্দিরে। জানা গিয়েছে, এই পুন্য তিথিতে সকলে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করে থাকেন। সেরকমই ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে চলছে সকাল থেকেই ভক্তবৃন্দের শিব পূজা অর্চনা।সকাল থেকেই অগণিত মানুষের ঢল নেমেছে ওই মন্দির চত্বরে। পাশাপাশি চলছে শিবের মাথায় জল ঢালা।

