গোয়াগাঁও থেকে শতাধিক কর্মীর পদযাত্রা, দলীয় বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রস্তুত তৃণমূল।
গোয়াগাঁও, নিজস্ব সংবাদদাতা:- “কর্মীরাই দলের আসল শক্তি”—এই মন্ত্র মেনেই একুশে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশে অংশ নিতে রবিবার সন্ধ্যায় রওনা দিলেন গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোঃ আলাউদ্দিন ও তৃণমূল নেতা জয়নুল হক ।
তাঁদের নেতৃত্বে দলীয় কর্মীদের এক সুসংগঠিত পদযাত্রা শুরু করে। প্রধান মোঃ আলাউদ্দিন ও তৃণমূল নেতা জয়নুল হক জানান, “সমাবেশে যোগ দেওয়া শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আমাদের দলের প্রতি দায়বদ্ধতা ও ঐক্য প্রদর্শনের মঞ্চ।” এই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তায় সাধারণ মানুষের কাছে তুলে ধরায় মুল লক্ষ্য
সূত্রের খবর, পঞ্চায়েত এলাকা থেকে প্রায় কয়েক শতাধিক কর্মী সমাবেশে অংশ নিচ্ছেন।

