২১ জুলাই শহীদ স্মরণে শিয়ালদহে ট্যাবলো উদ্বোধন, উপস্থিত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- “পায়ে পায়ে উড়িয়ে ধুলো,একুশে জুলাই ধর্মতলা চলো” মূলত এই ডাকে সকলকে ধর্মতলামুখী করতে শিয়ালদহ কোলে মার্কেটের সন্নিকটে ২১শে জুলাই শহীদ স্মরণে এক ট্যাবলোর শুভ সূচনা হলো। এদিন ট্যাবলো উদ্বোধন করেন রাজ্য INTTUC এর সভাপতি ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছিলেন উত্তর কলকাতা INTTUC এর সভাপতি স্বপন সমাদ্দার। ২১শে জুলাই এর আহবানে শিয়ালদহে এক প্রস্তুতি পথসভা অনুষ্ঠিত হয়ে গেল।
শহিদ স্মরণে সকলকে ধর্মতলামুখী করতে শিয়ালদহ কোলে মার্কেটের সন্নিকটে ২১শে জুলাই শহীদ স্মরণে প্রস্তুতি সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন —রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা INTTUC এর সভাপতি তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য তথা ৫৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বপন সমাদ্দার, তৃণমূল কংগ্রেস এর রাজ্য সম্পাদক অলোক দাস, উত্তর কলকাতার জয় হিন্দ বাহিনীর সভাপতি শ্রী কৃষ্ণ প্রতাপ সিংহ, পৌরমাতা সুমন সিংহ, পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস, ৫০নং ওয়ার্ডের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী সুকুমার সোনকর, শ্বিশ্বজিৎ দাসগুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শহীদদের স্মরণে ও ভবিষ্যতের আন্দোলনের প্রস্তুতিতে এই সভাটি এক ঐতিহাসিক বার্তা বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *