বনমহোৎসব উপলক্ষে র্যালি ও গাছ রোপণ কর্মসূচি মালদা শহরে, ছড়াল সবুজের বার্তা।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শুক্রবার বনমহোৎসব-২০২৫ পালিত হল মালদায়। এই উপলক্ষে এদিন মালদা জেলা বন দপ্তরের পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি সহ বিভিন্ন পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের নিয়ে সেন্ট মেরি স্কুল থেকে র্যালি করা হয়, র্যালিতে পা মেলান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ বন দপ্তরের আধিকারিকরা। তারা সকলে মিলে সচেতনতামূলক ট্যাবলো ও প্ল্যাকার্ড নিয়ে র্যালি করেন। সুসজ্জিত র্যালি মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দিকে দিকে বনমহোৎসব পালনের বার্তা তুলে ধরে। মিছিলটি সেন্ট মেরি স্কুলে শেষ হয়। সেখানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বনমহোৎসব উৎসব পালন করা হয়। বন দপ্তরের বিভাগীয় আধিকারিক জিজু জেসপার জে , জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র সহ বিশিষ্ট অতিথিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। বনমহোৎসব উপলক্ষে বেশ কিছু বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয় এবং শতাধিক গাছের চাড়া বিতরণ করা হয়।

