মোহনপুর বিনোদপুর হাই স্কুল ও হাজী জামেন আলি প্রাথমিক বিদ্যালয় তোরন উদ্বোধন।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলা রায়না দুই ব্লকে পহলানপুর অঞ্চলে মোহনপুর বিনোদপুর হাই স্কুল ও হাজী জামেন আলি প্রাথমিক বিদ্যালয় তোরন উদ্বোধন হলো অমেরেন্দু নাথ কুন্ডু স্মৃতি উদ্দেশ্যে, স্কুলটি স্থাপিত হয়েছিল ১৯৭০ সালে
এই তোরন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন পরিচালনা সমিতির সদস্যগণ।
হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয় এর ছাত্রছাত্রীরা,
ফ্রিতে কেটে উদ্বোধন করলেন গদাই নন্দী ও উদয় কুন্ডু সহ সকল শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা সমিতির সদস্যরা।
এই বিষয়ে উদয় কুন্ডু, প্রাক্তন প্রধান শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষক, পরিচালনায় সমিতির সভাপতি ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় নিয়ে জানালেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *