উদ্ধার দু-দুটি বল বোমা, বোমা দুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সিআইডি বন্ধ স্কোয়াড।।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদায় বোমা উদ্ধার! উদ্ধার দু-দুটি বল বোমা। উদ্ধার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। উদ্ধার বোমা দুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সিআইডি বন্ধ স্কোয়াড। সোমবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার বৈষ্ণবনগর থানার টাউনশিপ গ্যামন পাড়া মাঠ এলাকায়।

