৮ জানুয়ারি মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় সভা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৮ জানুয়ারি মালদহে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন মালদহে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করবেন অভিষেক। পুরাতন মালদহের নারায়ণপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের ধারে জলঙ্গা এমএসকে ময়দানে সভা করবেন তিনি। সভায় বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা বলায় কাজ হারানো বা সন্ত্রাসের মুখে পড়া পরিযায়ী শ্রমিকরা উপস্থিত থাকবেন। আজ সকালে মালদহে সভাস্থল পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব। মালদহের অন্তত দুই থেকে তিন হাজার পরিযায়ী শ্রমিক ভিরাজ্যে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। মালদহে কর্মসূচিতে তাঁদের সঙ্গে কথা বলবেন অভিষেক।
দলের জেলা সভাপতি অবশ্য দাবি করেছেন, ভোটের আগে নয়। তৃণমূল সবসময়ই পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছে। জানাগিয়েছে, উত্তর দিনাজপুর থেকে দলের কর্মসূচি সেরে ৭ জানুয়ারি মালদহে পৌঁছে যাবেন অভিষেক।
এদিন মালদহে জেলা পরিষদ অতিথি আবাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সফল করতে বৈঠকে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি, জেলার মন্ত্রী, সভাধিপতি, একাধিক বিধায়ক ও ব্লক নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *