৪৮ ঘণ্টার ব্যবধানে পাল্টা সভা, চাঁচলে বিজেপি-তৃণমূল সংঘাতে রাজনীতির পারদ চড়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- কনকনে শীতে মালদার চাঁচলে তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও বছরের শুরুতে রাজনীতির পারদ ক্রমশ উর্ধ্বমুখী।বিজেপি এবং তৃণমূল জুজুধান দুই পক্ষের নেতৃত্বের বাকযুদ্ধে এবং পারস্পরিক আক্রমণে বাড়ছে উত্তাপ।নতুন বছরের দ্বিতীয় দিনে চাঁচল কলমবাগান ময়দানে জনসভা থেকে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূল সহ-সভাপতি প্রসূন ব্যানার্জি সহ একাধিক নেতৃত্বকে বেনজির আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা।চ্যালেঞ্জ ছুড়ে দেন জেলা তৃণমূল সভাপতি কে। দুর্নীতিবাজ চাকরি চোর বলে আক্রমণ করেন।প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে চরিত্রহীন বলে কটাক্ষ করেন। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কলমবাগানেই আজ পাল্টা সভা করে তৃণমূল।সেখানেই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা কে আক্রমণ করে বক্সি বলেন,”আপনি এত মিথ্যাচার করছেন। অনলাইনে গুজরাট থেকে একটা গাধা অর্ডার করেছি। ভোটের পর আপনাকে সেই গাধার পিঠে চাপিয়ে মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে পাঠাবো।” সাথে রহিমের হুশিয়ারি,”আমরা সেদিন যদি মনে করতাম একটা ইশারা করলে শুভেন্দুও থাকতো না। কোনো প্যান্ডেল থাকত না।” স্বরাষ্ট্রমন্ত্রীকেও নাম না করে কটাক্ষ করেন। তৃণমূলের অন্যান্য নেতারাও এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি সহ শুভেন্দু অধিকারী।অন্যদিকে রহিম বক্সির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিজেপির কটাক্ষ রহিম বক্সি যার ছবি দেখে ভোটের প্রচার করবেন তাকে হারিয়েছে শুভেন্দু অধিকারী।মালদার মানুষ রহিম বক্সি কে গাধার পিঠে চাপাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *