রাস্তার ধারের হাইড্রেনে মুখ চোবানো অবস্থায় উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য মালদা শহরে।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদা শহরে মৃতদেহ উদ্ধার! মৃতদেহ উদ্ধার হল রাস্তার পাশে হাইড্রেনের মধ্যে। শনিবার বিকালে এমনই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হল মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে সংলগ্ন এলাকায়। জানা গেছে, শনিবার বিকাল চারটার দিকে হঠাৎ করেই স্থানীয়দের নজরে পড়ে কৃষ্ণপল্লী সাবওয়ে সংলগ্ন স্টেট ব্যাঙ্কের পাশে রাস্তার ধারে হাইড্রেনের মধ্যে এক ব্যক্তি নিথর অবস্থায় পড়ে রয়েছেন। ড্রেনের মধ্যে মুখ চোবানো অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে থাকার ঘটনায় এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

