মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে গড়বেতায় তৃণমূলের রক্তদান শিবির।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৫ই জানুয়ারি অর্থাৎ সোমবার দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল দলীয় কার্যালয় ভবনে কেটে জন্মদিন পালন করার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় তৃণমূলের তরফে। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৪০জন রক্তদাতা রক্তদান করেছেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,জেলা পরিষদের সদস্য শান্তনু দে,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ,সাবিনা বেগম সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

