মির্জা গলিব স্ট্রিটে পুলিশের হানা, উদ্ধার প্রায় ৮ কেজি ব্রাউন সুগার।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- কলকাতায় বসে চলত ব্রাউন সুগারের কারবার। কলকাতার নিউ মার্কেটের মির্জা গলিব স্ট্রিটে অভিযান চালিয়ে কালিয়াচকের ছয় ব্রাউন সুগার কারবারীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় উদ্ধার হয়েছে পৌনে আট কেজি ব্রাউন সুগার, দাবি পুলিশের। বৃহস্পতিবার ধৃতকে হেফাজতে চেয়ে পুলিশ পেশ করে মালদহ জেলা আদালতে। একদিনের জন্য ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কালিয়াচক থেকে ব্রাউন সুগারের ‘বিষ’ ধোঁয়া কলকাতায় ছড়িয়ে থাকায় উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা।
ধৃতেরা হল মাসিদুল শেখ, মহম্মদ আব্দুল্লাহ শেখ, ইসমাইল শেখ, সাদিক শেখ, মোবারক শেখ এবং সাদিকুল শেখ। সাদিকুল কালিয়াচকের ইমামজাগীর এবং বাকিরা মোজমপুরের নারায়ণপুরের কিসমাত টোলার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে মিলেছে সাত কেজি ৮৬৩ গ্রাম ব্রাউন সুগার। যা অত্যন্ত উন্নত মানের। মূল্য প্রায় আট কোটি টাকা, দাবি পুলিশের। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কী না খতিয়ে দেখছে পুলিশ।

