ব্রহ্মপুত্র মেলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার রেলওয়ে সুরক্ষা বাহিনীর।
মালদা, নিজস্ব সংবাদদাতা: — গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মালদা বিভাগের রেলওয়ে সুরক্ষা বাহিনী উদ্ধার করল প্রচুর বেআইনি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। জানা যায় মালদা টাউন রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ব্রহ্মপুত্র মেল ঢুকতেই তল্লাশি চালিয়ে এই সাফল্য পাই মালদা বিভাগের রেলওয়ে সুরক্ষা বাহিনী। উদ্ধার হয়েছে ২১ কেজি গাঁজা। জানা গেছে ধৃতরা হল হরি বর্মন এবং ঈসাদুর আলি। বাড়ি
জলপাইগুড়ি। রবিবার দুপুরে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে আর পি এফ।

