বিধানসভা ভোটের আগে মালদহে তৃণমূলে বড় ধাক্কা, কংগ্রেসে যোগ দিলেন মৌসম বেনজির নূর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— গতকালি চাঁচল এর মঞ্চ থেকে বিজেপি বিরোধী দল নেতা হুঙ্কার দিয়েছিল, মালতিপুরে রহিম বক্সি কে জিততে দিব না, কে জিতবে জানিনা, তৃণমূলকে জিততে দেব না, আর তারপরেই তৃণমূলের ছেড়ে যোগদান করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজিরনূর। এই মন্তব্য কে ইঙ্গিত করে বলছিন শুভেন্দু অধিকারী, এই ইঙ্গিত এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগেই মালদহ জেলায় তৃণমূলকে বড় ধাক্কা দিল কংগ্রেস৷ আজই দিল্লিতে তৃণমূল ছেড়ে  কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর৷ মালদহ দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে তাঁর অফিসে পৌঁছন মৌসম৷ তার পরই কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে মৌসমের যোগদানের কথা জানায় কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের উপস্থিতিতে কংগ্রেস যোগদান করেন মৌসম৷ দিল্লী  পৌঁছে অবশ্য নিজের দলবদল প্রসঙ্গে কিছু বলতে চাননি মৌসম৷ ঈশা খান চৌধুরীর সঙ্গে গাড়িতে তাঁর অফিসে পৌঁছন মৌসম৷ সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি জানান, যা বলার সাংবাদিক বৈঠকেই বলবেন৷
বর্তমানে তৃণমূলের টিকিটেই রাজ্যসভার সাংসদ রয়েছেন মৌসম৷ ২০১৯ সালের শুরুতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি৷ তার আগে দশ বছর কংগ্রেসের সাংসদ ছিলেন মৌসম৷ কংগ্রেসে যোগ দিয়ে মৌসম বলেন, ‘আমাকে সুযোগ দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ৷ গণি খান পরিবারের সদস্য হিসেবে দাদা ঈশা খান চৌধুরীর সঙ্গে মিলে আমাদের জ্যেঠু গনি খান চৌধুরীর কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই৷ বাংলার মানুষ, মালদহের মানুষ কংগ্রেসকে বিশ্বাস করেন৷ তাই কংগ্রেসেই ফেরার সিদ্ধান্ত নিলাম৷ তৃণমূলের চেয়ারপার্সনের কাছে আমি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছি৷ আমি সোমবার সাংসদ পদেও ইস্তফা দেব৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *