বহুদিনের ভোগান্তির অবসান, বিষনপুর–দৌলা পাকা রাস্তার শিলান্যাস রবিউল ইসলামের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাস্তা নিয়ে দাবি পূরণ। খুশি বিষনপুর গ্রামের মানুষ। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে দেড় কোটি টাকা বরাদ্দে চাঁচল বিধানসভার বরুই গ্রাম পঞ্চায়েতের বিষনপুর জামে মসজিদ মোড় থেকে কাটাবাড়ি হয়ে দৌলা পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হল।
সোমবার ফিতা কেটে কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বহু বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। বর্ষার সময় রাস্তায় জল কাদা জমে চরম ভোগান্তিতে পড়তেন মানুষ। এই রাস্তা দিয়ে গ্রামে দমকল ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারত না। পাকা রাস্তার দাবিতে এলাকার মানুষ বিক্ষোভ দেখেছিলেন। এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রবিউলকে। বছরখানেক আগে পাকা রাস্তা করে দেওয়ার কথা দিয়েছিলেন তিনি। আজ তার শিলান্যাস করলেন।

