বনভোজনেই বিস্ফোরণ, গাজোলে বিজেপি কর্মীদের প্রকাশ্য ক্ষোভ বিধায়কের বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, মালদা: এবার বিজেপি দলে গোষ্টিকন্দল। প্রার্থী পদ নিয়ে প্রকাশ্যে উঠে এলো সেই দ্বন্দ্বের ছবি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গাজোলে বিজেপি বিধায়কের পরিবর্তন চেয়ে স্লোগান। সোমবার গাজোল বিজেপির পক্ষ থেকে বনভোজন কর্মসূচির আয়োজন করা হয়। আর সেখানেই এমন স্লোগান তুলে ক্ষোভ উগরে দেওয়া হয়। রাজ্য এবং জেলা নেতৃত্বকে তাঁদের বার্তা, এবার স্থানীয় বিজেপির বর্তমান বিধায়ককে টিকিট দিলে পাল্টা নির্দল প্রার্থী দেওয়া হবে। তাঁর পরিবর্তন চাই। এদিন ওই বনভোজনে ভিড় উপচে পড়ে। গ্রাম থেকে একাধিক কর্মী সমর্থকেরা আসেন। এমন খবর চাউর হতেই স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। ওই সভায় বিজেপির ঠাকুর দাস সরকার, প্রফুল্ল সরকার একাধিক নেতা , জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মণ ২হাজারের বেশি ভোটে জয়লাভ করেন। গত পাঁচ বছরে বিধায়কের কাজের উপরে গাজোলের নেতা এবং কর্মীদের একাংশ সন্তুষ্ট নন বলে বিক্ষুব্ধদের দাবি। উত্তর মালদা বিজেপির সংগঠনের নেতা ঠাকুরদাস সরকার জানান গাজোল বিধানসভা কেন্দ্র থেকে এবার আমরা নতুন প্রার্থী হিসেবে চাই নতুন প্রার্থী দিলে এবার আমরা গাজোল বিধানসভা থেকে ৩০ হাজারেরও বেশি ভোটে জিতব। কারণ এই বিধায়ক বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনকে আমরা চাই না কারণ পুরনো নেতা কর্মীদের বিধায়ক পাত্তা দেয় না। কোনো কর্মসূচিতে ডাকে না।
রীতিমতো বনভোজন কর্মসূচিতে জেলা নেতৃত্ব সামনেই এই ভাবেই গাজোল বিধানসভা এলাকার বিজেপি নেতৃত্বরা সরাসরি বর্তমান বিধায়কের নামে ক্ষোভ প্রকাশ করেনl
এই বিষয়ে বর্তমান গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব গাজোল বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি সেক্ষেত্রে এই সিট আমাদের জিতা প্রয়োজন সেক্ষেত্রে দল আমাকে প্রার্থী করুক বা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে পার্থি করুক। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করবো।
বিজেপির কর্মীদের এই ক্ষোপ প্রকাশ নিয়ে মন্তব্য করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান আগামী বিধানসভা নির্বাচনে গাজোলে বিজেপি দলটা বলে আর কিছু থাকবে না সব মিশে যাবে আজকে পার্টি হওয়া নিয়ে তাদের বিজেপি কর্মীদের মধ্যেই অন্তদ্বন্ধ শুরু হয়েছে ২০২৬ এর নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝড় গাজোলে বয়ে যাবে l

