পাকুয়াহাট আনন্দ নিকেতন মাঠে শিশু ক্রীড়ার মিলনমেলা, অংশ নিল চার চক্রের পড়ুয়ারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বামনগোলা চক্রের উদ্যোগে ২৯তম হবিবপুর জোনাল বার্ষিক শিশু ক্রীড়া উৎসব ২০২৫ শনিবার বামনগোলা চক্রের পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হছে ।
এই ক্রীড়া উৎসবে আইহো চক্র হবিবপুর চক্র, বামনগোলা ইস্ট ও বামনগোলা চক্র মিলে হবিবপুর জোনাল বার্ষিক শিশু ক্রীড়া উৎসব ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে বামনগলা পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয় মাঠে।জোনালের প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন এসএসকে (SSK)–এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।অতিথিদের বরণ করে পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে জাতীয় সংগীত ও রাজ্য সংগীত মধ্যে দিয়ে। মশাল প্রজ্বলন করেন। মশাল হাতে মাঠ পরিক্রমা করে।খেলার শুভ সূচনা হয়।এদিন খেলার উদ্বোধন করেন ডিপিএসসি চেয়ারম্যান শ্রীমতী বাসন্তী বর্মন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআই প্রামারী শ্রী মলয় মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বামনগোলা চক্রের এস আই সায়ন্তনী পোদ্দার, জোন সম্পাদক মনোজ মুর্মু, কো-আরডিনেটর মোস্তাফিজুর সরকার ও মিহির বিশ্বাস সহ অন্যান্য চক্রের এস আই ও ক্রীড়া সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *