ধাদিকা প্রাথমিক বিদ্যালয়ে দূরবীন সাংস্কৃতিক সংস্থার ৩৫তম বর্ষ উদযাপন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দূরবীন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ৩৫ তম সংস্থার বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। এই সংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও বহিরাগত সমাজসেবী থেকে শুরু করে কবি,সাহিত্যিক ও একাধিক শিক্ষক শিক্ষিকা। এই দিন এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার তুলে দেওয়া হয় বলে সংস্কার সভাপতি গঙ্গাধর মল্লিক ও সম্পাদক দিবাকর বেরা চৌধুরী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *