ছাত্রছাত্রীদের সৃজনশীলতায় ভর করে গাজোল মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য খাদ্য উৎসব।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– গাজোল মহাবিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে স্টুডেন্টস উইক সেলিব্রেশন ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য খাদ্য উৎসব ও দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আজ শনিবার মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবটি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজোল মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী অজিত বিশ্বাস। জেলা ছাত্র নেতা প্রসূন রায়। পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মনোজ কুমার ভোজে। সমগ্র অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. নিরঙ্কুশ চক্রবর্তী । এই অনুষ্ঠানের প্রধান পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপিকা সমাপ্তি পাল এবং ডঃ দীপঙ্কর কুণ্ডু।
খাদ্য উৎসবে মহাবিদ্যালয়ের ১০ টি বিভাগের ছাত্রছাত্রীরা ২০টি স্টলে অংশগ্রহণ করে দেশীয় ও ঐতিহ্যবাহী নানা ধরনের খাবারের স্টল সাজিয়ে তোলে। গ্রামীণ বাংলার স্বাদ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় খাদ্যদ্রব্য এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলে। পাশাপাশি অনুষ্ঠিত হয় খাদ্য প্রস্তুতি ও উপস্থাপনার উপর প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও দক্ষতা বিচার করা হয়। বিভিন্ন বিভাগের দেওয়াল পত্রিকা সকলের দৃষ্টি আকর্ষণ করে।বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সামসী কলেজের বিভিন্ন বিভাগের কয়েকজন অধ্যাপক এবং স্থানীয় কয়েকজন সাংবাদিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ড. মনোজ কুমার ভোজে বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ছাত্রজীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ভবিষ্যৎ জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে।

