চাঁচলের সভা ঘিরে উত্তেজনা, প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দুকে ‘দেখে নেব’ হুমকি আব্দুর রহিম বক্সির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগেই তাকে দেখে নেবার হুংকার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির, কিভাবে মালদার মাটিতে পা রাখে দেখে নেব প্রকাশ্য মঞ্চ থেকে বললেন আব্দুর রহিম বক্সী।
আজ ২রা জানুয়ারী, শুক্রবার মালদার চাচলের কলমবাগানে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা। ঠিক তার আগেই বিরোধী দলনেতা কে প্রকাশ্য মঞ্চ থেকে দেখে নেবার হুংকার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির। কলকাতায় আসা বিজেপি নেতৃত্বদের বাড়ি ফিরতে দেওয়া হবে না হুমকি। বিজেপির নেতা কর্মীদের, গলায় গরুর মতন ডঙ্কা ঝুলিয়ে দেওয়ার হুংকার। বৃহস্পতিবার রাতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদার ইংরেজবাজারের রথবাড়ি মোরে জনসভা থেকে এভাবেই একের পর এক বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। বিরোধী দলনেতা চাচল যাওয়ার পথে তার বিধানসভা মালতিপুর এর ওপর দিয়েই যাবেন ক্ষমতা থাকলে কিছু করে দেখাক। কিছু করলে তিনি মালদায় থাকতে পারবেন কিনা সেটা আমরা দেখব পাল্টা কটাক্ষ বিজেপি নেতৃত্বের।
আজ চাঁচলের কলমবাগানে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা। আদালতের নির্দেশে এই জনসভা করতে চলেছে বিজেপি।
তার আগেই তৃণমূলের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে, আব্দুর রহিম বকশি বলেন,
আমি বলেছিলাম বিরোধী দলনেতাকে মালদার মাটিতে পা রাখতে দেবো না। এই রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। সেই অত্যাচার যদি বন্ধ না হয়। তাহলে দেখব বিরোধী দলনেতা এখানে এসে কিভাবে সভা করে তাকে দেখে নেব আমরা।
দেখব তোমার বাহুতে কত শক্তি আছে তুমি মালদার বুকে কিভাবে ঢুকবে কিভাবে সভা করবে তোমাকে আমরা দেখে নেব এই বলে হুংকার ছাড়েন। তুমি আরো বলেন যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারা সাবধান হয়ে যান। এখনই সাবধান না হলে আপনাদের যে সমস্ত লোক, পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করবে তারা ঘুরে আপনাদের কাছে যেতে পারবে না।
মালদা জেলা কি রহিম বক্সির পৈত্রিক সম্পত্তি পাল্টা কটাক্ষ বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *