গরীবের বন্ধু হয়ে পাশে দাঁড়ালেন সমাজসেবী মতিবুর রহমান, শোকস্তব্ধ এলাকায় আশার আলো।
নিজস্ব সংবাদদাতা, মালদা: ফের মানবিক মুখ সামনে এলো গরীবের বন্ধুর। অবতীর্ণ হলেন অসহায় গরিবের ত্রাতার ভূমিকায়। দুর্ঘটনায় আহত মুমূর্ষ যুবকের প্রাণ বাঁচাতে নিলেন চিকিৎসার দায়িত্ব। ওই দুর্ঘটনাতে নিহত আরো দুই যুবকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন।এক যুবকের দিদির বিয়ের দায়িত্বও নিলেন।তার মানবিক আচরণে মুগ্ধ এলাকার মানুষ। গত দুই দিন আগে হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল এলাকায় বাইক এবং টোটোর সংঘর্ষে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় বাড়দুয়ারী রামনগর এলাকার দুই যুবক কৌশিক শর্মা এবং ভোলু দাসের মৃত্যু হয়।এছাড়াও মৃত্যু হয় এক মহিলার। রামনগরের আরেক যুবক গোপাল পরিহার গুরুতর আশঙ্কা জনক অবস্থায় মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অংকের টাকার। এদিকে দুই তরতাজা যুবকের মৃত্যুতে সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার মাঝেই গোপালকে বাঁচাতে তার চিকিৎসার জন্য চাঁদা তুলতে শুরু করে এলাকাবাসী। গোপালের বাবা গনেশ পরিহার সাহায্যের আবেদন করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিবুর রহমানের কাছে। মতিবুর বাবু এসে তাদের পাশে দাড়ান।এলাকা থেকে ফোন করেন নার্সিংহোম কর্তৃপক্ষকে। তিনি বলেন যাতে টাকার জন্য চিকিৎসা না আটকে থাকে।সমগ্র দায়িত্ব তিনি নিচ্ছেন। অন্যদিকে নিহত যুবক ভোলু দাসের স্বপ্ন ছিল সে নিজের দায়িত্ব সহকারে দিদির বিয়ে দেবে। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। সেই কথা জানতে পেরেই মতিবুর ভোলুর দিদির বিয়ের দায়িত্বও নেন। পরিবারের লোকেদের সমবেদনা জানান।তার এই মানবিক কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

