খড়গপুর–হাওড়া জাতীয় সড়কে চাঞ্চল্য, সোনার দোকানের কারিগর উদ্ধার, গ্রেফতার ৮।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল খড়গপুর হাওড়া জাতীয় সড়কের সিদ্ধার কাছে সৌমেন পাত্র নামে এক সোনার দোকানের কারিগর কে জোরপূর্বক ৮ জন দুষ্কৃতী একটি গাড়িতে তুলে অপরনের চেষ্টা করে।পাঁশকুড়া থানার পুলিশ দ্রুত জেলা পুলিশ সুপারকে জানায়। জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে তৎক্ষণাৎ নাকা চেকিং করার নির্দেশ দেন।পাঁশকুড়া থানার পুলিশের সহযোগিতায় তমলুক থানার পুলিশ তমলুকে নিমতৌড়িতে আটক করে, ওই গাড়িটিকে থাকা নয় জনকে উদ্ধার করা হয়।সোনার দোকানের কর্মচারী সৌমেন পাত্র এবং আটজন দুষ্কৃতিকে গ্রেফতার করে। পরে ওই দুষ্কৃতীদের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে জম্মুর জৈন বাজারে এক সোনার দোকানে কাজ করতেন সৌমেন পাত্র নামে এক সোনা দোকানের কারিগর। ওখানের অভিযোগ যে কিছু সোনা চুরি করে নিয়ে এসেছে। সম্ভবত সেই কারণেই দুষ্কৃতীরা ওকে অপহরণ করার চেষ্টা করে। অপহরণ করে পূর্ব বর্ধমানের খন্ডঘোষকে নিয়ে যাবার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা। সোমবার দুষ্কৃতীদের তমলুক জেলা আদালতে তোলা হয়।পুলিশ সাতদিনের রিমাইন্ড চেয়েছে।
অপহরণ হওয়া সোনার দোকানের কারিগর সৌমেন পাত্রর বাড়ি ডেবরা।

