কড়া নিরাপত্তার মধ্যে চাঁচলে বিজেপির জনসভা, পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টরে তল্লাশি।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- হাইকোর্টের অনুমতিতে মালদহের চাঁচলে শুভেন্দু অধিকারের জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই হাইকোর্টের শতসাপেক্ষ অনুমতি নিয়ে মালদহের চাঁচলে পরিবর্তন সংকল্প যাত্রার জনসভা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার ডাকা পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিয়ে বার্তা দেবেন মালদহের বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে। তাই শেষ মুহূর্তে চলছে জনসভার জোরদার প্রস্তুতি। সভাস্থলের নিরাপত্তা সুনিশ্চিত করতে জোর তৎপরতা রয়েছে পুলিশের। সকাল থেকেই সভাস্থল সহ আশপাশের এলাকায় পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে নিরাপত্তা সুনিশ্চিত করণের কাজ।

