বৈধ ভোটার বাদ দেওয়ার অভিযোগে কেন্দ্রকে তীব্র আক্রমণ, চন্দ্রকোনারোডে পথে নামল তৃণমূল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলার মনীষীদের নিয়ে অশ্লীল মন্তব্য,SIR এর মাধ্যমে বৈধ ভোটার বাদ দেওয়া,বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাঙালি ও বাংলাভাষী মানুষজনের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে প্রতিবাদী পথসভা করল ব্লক তৃণমূলের SC,ST ও OBC সেলের পক্ষ থেকে।এই দিন এই প্রতিবাদী পথসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নির্মল ঘোষ,সাংগঠনিক জেলা SC,ST ও OBC সেলের সভাপতি কৃষ্ণেন্দু বিষই,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,সুশান্ত সিংহ,স্মৃতিরঞ্জন দত্ত,মানষ নায়েক,দোলন হাজরা কর, ব্লক যুব সভাপতি প্রসেনজিৎ রানা সহ একাধিক তৃণমূলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *