ফালাকাটায় ‘পরিবর্তন সভা’, তৃণমূলের শক্তঘাঁটিতে বিজেপির ভাঙন ধরাল যোগদান।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বর স্কুলপাড়া তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটিতে ভাঙনের ধরাল বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের জটেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির উদ্যোগে আয়োজিত ‘পরিবর্তন সভা’-তে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন মোট ২৫টি পরিবার।বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস ও বিজেপির ফালাকাটা ৪ নম্বর মণ্ডল সভাপতি ফনিভূষণ রায়ের হাত ধরে নবাগতরা গেরুয়া শিবিরে যোগ দেন। বিজেপির দলীয়…

