ভোটার তালিকা যাচাইয়ে কমিশনের শুনানি পর্ব, দক্ষিণ দিনাজপুরে ডাকা হয়েছে প্রায় ৭৭ হাজার ভোটারকে।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে এদিন দক্ষিন দিনাজপুর জেলায়।এদিন বালুরঘাটের বিডিও ও এস ডিওর দফতরে এই সুনানি পর্ব চলছে।সেখানে হাজির ছিল এদিন শুনানিতে ডাক পাওয়া মানুষজন। জানা গেছে ২০০২ সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনও ‘ম্যাপিং’ করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে…

