বালাজি এগ্রো প্রটেক থেকে ২৫ টন গোবিন্দভোগ চাল লরি গায়েব, চাঞ্চল্যকর ভুয়া নম্বর প্লেটের তথ্য।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বালাজি এগ্রো প্রটেক থেকে প্রায় ৪০ লক্ষ টাকার গোবিন্দভোগ অর্থাৎ খাস চাল বোঝাই আস্ত একটি লরি। বড়োসড় চক্র কে ধরতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ে তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ। জানা গেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে অবস্থিত বালাজী এগ্রো প্রোডাক্টস রাইস মিল যেটা বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের পাশেই অবস্থিত। সেই…

