স্কুল ড্রেস বিতর্কে উত্তেজনা: শিক্ষকের পদত্যাগের দাবিতে তিন শতাধিক মহিলার মিছিল।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পাগলিগঞ্জ আটইর প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে চারদিন পরেও উত্তেজনা কমেনি। সোমবার দ্বিতীয় দফার ড্রেস নিয়ে গেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রতীন কুমার রায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপস্থিতিতে ড্রেসের মান নিয়ে আপত্তি জানান। তাঁর বক্তব্য—সরকারি নির্দেশিত ড্রেসের গুণগত মান সন্তোষজনক নয়। এই মন্তব্য থেকেই তীব্র বাকবিতণ্ডার…

