মালদা উত্তপ্ত! শুভেন্দু অধিকারীকে ‘বেহায়া’ আখ্যা দিয়ে তৃণমূল জেলা সভাপতির তীব্র আক্রমণ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- আবার বিস্ফোরক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি । তৃণমূলের সংহতি সভা থেকে বিরোধীদের মাথার খুলি ভেঙ্গে দেওয়ার হুংকার তার। তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে। মালদায় আসলে বিরোধী দলনেতা কে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুংকার। সংহতি দিবস উপলক্ষে মালদা ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের…

