সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়।
বালুরঘাট, নিজস্ব সুবাদদাতা :- “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের। নতুন বছরকে স্বাগত জানাতে বছরের শেষ দিনে একটি ম্যারাথন রোডের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। “রান ফর এওয়ারনেস” নামাঙ্কিত এই ম্যারাথন দৌড়টিতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় আড়াই হাজার প্রতিযোগী। জানা গেছে দুটো বিভাগ এই প্রথম প্রতিযোগীকে ২৫ হাজার দ্বিতীয় প্রতিযোগীকে ১৫ হাজার এবং তৃতীয় প্রতিযোগীকে দশ হাজার রাশি দিয়ে পুরস্কৃত করা হয় পাশাপাশি ট্রফিও ছিলো তাদের জন্য। পাশাপাশি আরো জানা গেছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও পরবর্তী সাতজনকে ২০০০ টাকা করে রাশি দিয়ে পুরস্কৃত করা হয়। এদিনের প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহিত করতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্তা ব্যক্তিরা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন প্রতিবছর সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করতে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে বছরের শেষ দিনে এই ম্যারাথন আয়োজন করে থাকি। প্রেমতো এ বছরও এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো এ বছর এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশগ্রহণ। করেছে ১০ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে প্রথম প্রতিযোগীকে ২৫ হাজার দ্বিতীয় প্রতিযোগিতা ১৫ হাজার ও তৃতীয় প্রতিযোগীকে ১০০০০ পুরস্কারটাকা মূল্যে পুরস্কৃত করা হবে এছাড়াও পরবর্তী সাতজনকে ২০০০ টাকা করে সান্তনা পুরস্কারে পুরস্কৃত করা হবে।

