মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭২টি প্রকল্প তুলে ধরতে অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতে জনজোয়ার।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- উন্নয়নের পাঁচালীর চতুর্থ দিনে অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতে জনসমাগম। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি জোরকদমে চলছে। কর্মসূচির চতুর্থ দিনে অমৃত খন্ড পঞ্চায়েত এলাকায় লক্ষ্য করা যায় ব্যাপক জনসমাগম। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭২টি জনমুখী প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করতেই এই উদ্যোগ।
এদিন অমৃত খন্ড পঞ্চায়েত এলাকার মহিলা ব্লক প্রেসিডেন্ট চন্দনা বর্মনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের অংশগ্রহণে কার্যত জনজোয়ারে পরিণত হয় পুরো এলাকা।

