বছরের শেষে ফোনে প্রাণনাশের হুমকি বিজেপি আইনজীবীকে, আতঙ্কে পরিবার।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- মানিকচকের বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্রকে খুনের হুমকি। একেবারে বছরের শেষে হিন্দি ভাষায় পরিবারসহ মেরে ফেলার হুমকী দেওয়া হয় ফোন মারফত, সেও ভূতনির তৃণমূল নেতা নীরেন মাহাতোর নামে। নীরেন মাহাতোর থেকে দূরে না থাকলে পরিণতি খারাপ হবে বলে হুমকী দেওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানা ও সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছেন অভিজিৎ মিশ্র। তবে এই হুমকির ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে রয়েছে বিজেপি নেতা সহ গোটা পরিবার।
মালদহের মানিকচক ব্লকের লালবাথানী এলাকার বাসিন্দা অভিজিৎ মিশ্র। পেশায় আইনজীবী হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে জেলা কমিটির সদস্য হওয়ার পাশাপাশি রায়গঞ্জ বিধানসভার ইনচার্জ দায়িত্বে রয়েছেন। ঘটনায় গত ২৯ তারিখ সন্ধ্যা নাগাদ ফোন মারফত তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেই দাবি। এই ঘটনার পর তিনি জেলা সাইবার ক্রাইম মানিকচক থানা পাশাপাশি বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং বিজেপি নেতৃত্ব কাছে অভিযোগ জমা করেছেন তিনি। অত্যন্ত বলিষ্ঠ হিন্দি ভাষায় তাকে ফোনে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। পরিবার নিয়ে খুব আতঙ্কের মধ্যে রয়েছি।পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। খতিয়ে দেখে প্রশাসন ব্যবস্থা নিক।
এই গোটা ঘটনায় তৃণমূল নেতা নীরন মাহাতর দাবি, গোটা ঘটনায় অযথাই আমার নাম নিয়ে মিথ্যে কথা বলা হয়েছে। এই ধরনের ঘটনাই আমি কোনোভাবেই যুক্ত নয়। প্রশাসন খতিয়ে দেখুক এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

