কনকনে ঠান্ডায় মানবিক উদ্যোগ: বালুরঘাটের ৭ নম্বর ওয়ার্ডে বৃদ্ধ-বৃদ্ধাদের মোজা-টুপি পরালেন কাউন্সিলর।
বালুরঘাটে সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বৃদ্ধ-বৃদ্ধাদের মোজা ও টুপি টুপি পড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-বালুরঘাটে কনকনে ঠান্ডায় প্রচন্ড শৈত প্রবাহের হাত থেকে সাত নম্বর ওয়ার্ডের বৃদ্ধ-বৃদ্ধাদের একটু স্বস্তি দিতে এগিয়ে এলেন কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী। ত্রিশে ডিসেম্বর মঙ্গলবার রাতে ইংরেজি নতুন বছরের প্রাক মুহূর্তে বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বৃদ্ধ-বৃদ্ধাদের মোজা ও টুপি পড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন পৌর প্রতিনিধি। এইদিন রাতে শিখা মহন্ত সাহা চৌধুরী তার কর্মীদের নিয়ে ওয়ার্ডে ঘুরে ঘুরে বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি গিয়ে মোজা ও টুপি পড়িয়ে দিলেন। এইদিন থেকে লাগাতার কয়েক দিন ওয়ার্ডের বৃদ্ধ-বৃদ্ধাদের মোজা ও টুপি পড়িয়ে দিবে বলে জানিয়েছেন শিখা মহন্ত সাহা চৌধুরী।
এইদিন পৌর প্রতিনিধির হাত থেকে মোজা ও টুপি পড়ে খুশি হয়েছেন সাত নম্বর ওয়ার্ডের বৃদ্ধ-বৃদ্ধারা।
ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরীর বৃদ্ধ-বৃদ্ধাদের মোজা ও টুপি পড়িয়ে দেওয়ার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষজন। পাশাপাশি এস আই আর – এ যাদের ডাক পড়েছে তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।

